শীতলক্ষ্যায় মিলল আরও ৬ লাশ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও ছয় যাত্রীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

আজ মঙ্গলবার সকালে নৌ-পুলিশের নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, আজ বিভিন্ন সময়ে মদনগঞ্জ, কয়লা ঘাটসহ নদীর বিভিন্ন জায়গায় লাশগুলো ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে।

গত রোববার বিকেল পৌনে ৬টার দিকে নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসান প্রায় অর্ধশত যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ যাচ্ছিল। পথে কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে প্রিমিয়ার সিমেন্ট সংলগ্ন নদীতে এসকে-৩ কোস্টার জাহাজের আঘাতে সোয়া ৬টার দিকে ডুবে যায় লঞ্চটি। খবর পেয়ে বিআইডব্লিউটিএসহ অন্যান্য সংস্থা উদ্ধারকাজে অংশ নিয়ে ২০ জন যাত্রী জীবিত উদ্ধার করে। গতকাল সোমবার পর্যন্ত ২৯ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। গতকাল লঞ্চটি উদ্ধার করা হয় এবং উদ্ধারকাজ সমাপ্ত করা হয়। এর মধ্যেই আজ আরও ছয়জনের লাশ পাওয়া গেল।