শীতে ঠোঁটের যত্নে যা করবেন

শীতে এমনিতেই আমাদের ত্বক শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন হয়ে যায়। আর শীতের আগেই ঠোঁটের শুষ্কতা জানান দেয়, শীত আসছে।

যা করতে হবে

  1. •    ঠোঁট মসৃণ করতে দুধের সর, মধু ও চিনি দিয়ে প্রতিদিন মাত্র দুই মিনিট ম্যাসাজ করুন। পাবেন চমৎকার ফল।
  2. •    গোলাপি ঠোঁটের জন্য গোলাপ ফুলের পাপড়ি চটকে নিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন, পাঁচ মিনিট পর ধুয়ে নিন
  3. •    আমাদের শরীর আর্দ্র থাকলে ঠোঁটও শুষ্ক হবে না। এজন্য প্রতিদিন অন্তত ৮ গ্লাস পানি পান করুন
  4. •    অলিভ বা আমন্ড অয়েল ঠোঁটে মেখে রাতে ঘুমাতে যান
  5. •    ঠোঁট শুষ্ক লাগলে কখনোই জিভ দিয়ে ভেজাবেন না, সঙ্গে লিপবাম রাখুন। কয়েকঘণ্টা পরপর লাগিয়ে নিন
  6. •    শীতের সময় অবশ্যই ম্যাট নয়, ময়েশ্চারাইজার সমৃদ্ধ লিপস্টিক ব্যবহার করুন।

ভিটামিন সি সমৃদ্ধ ফল কমলা, আমলকি খান আর প্রতিদিন ঠোঁটের একুট যত্ন নিন। এতেই মিষ্টি হেসে শীতকে স্বাগত জানাতে পারবেন।