শুরু হয়েছে শাহজালালে বিমান চলাচল

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার সকাল ১১টার পর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের বিমান চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে ভোর ৪টা থেকে বিমান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু করেছে।

শুক্রবার দুপুরে বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ গণমাধ্যমে জানান, ‘বন্ধ থাকার সময় আটটি ফ্লাইট নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছায়নি। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব বিমান বন্ধ ছিল। তবে সকাল ১১টার পর কুয়াশা কিছুটা কমে যাওয়ায় বিমান চলাচলের সিদ্ধান্ত হয়।’

এদিকে নির্দিষ্ট সময়ে ৮টি ফ্লাইট ছেড়ে না যাওয়ায় যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। নিরাপত্তা বাহিনীকেও হিমশিম খেতে হয়। তবে বিমান উড্ডয়নের সঙ্গে সঙ্গে অবস্থানরত যাত্রীদের সংখ্যা কমতে থাকে।

উল্লেখ্য, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সৃষ্টি হয়। এ কারণে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।