শেখ হাসিনা ও বাংলাদেশিদের প্রতি আর্জেন্টাইন প্রেসিডেন্টের কৃতজ্ঞতা প্রকাশ

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের সরকার ও সমর্থকদের ভালোবাসা প্রকাশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি আলবার্তো ফারনান্দেজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন আলবিসেলেস্তেদের রাষ্ট্রপ্রধান।

বিশ্বকাপ জয়ের পর মেসিদের শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সে ভালবাসার প্রতিদান দিলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফারনান্দেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন তিনি। এ সময় রাষ্ট্রপতি আর্জেন্টিনা দলকে সমর্থন দেয়ার জন্য এদেশের সমর্থকদেরও ধন্যবাদ জানান।

ফার্নান্দেজ তার টুইটে লেখেন, ‘বাংলাদেশের সকল মানুষ এবং শেখ হাসিনাকে ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে আমরা যে বন্ধন এবং পারস্পরিক ভালোবাসা দেখেছি, তা বর্ণনাতীত। আজ দুই দেশের পতাকা এখানেও (আর্জেন্টিনায়) উড়ছে। আসুন এ বন্ধন আরও দৃঢ় করি।’