শের-ই-বাংলা মেডিকেলে পাঠদান ব্যাহত ২২৩ পদে কর্মরত ৯৮ জন

মোঃ মোছাদ্দেক বিল্লাহ, বরিশাল: শিক্ষক সঙ্কটে বরিশাল শের-ই- বাংলা মেডিকেলে কলেজের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপকসহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, কিউরেটর, প্রভাষক, প্যাথলজিস্ট, মেডিক্যাল অফিসার ও বায়োকেমিস্টের ২২৩ পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৯৮ জন।

তবে, এর মধ্যেও মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে থাকা ২৬ জনকে এ মেডিকেল কলেজে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া অন্যত্র নিয়োগপ্রাপ্ত অপর একজনকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু, এরপরেও ১২৫টি পদে কোন শিক্ষক নেই। অনুমোদিত পদের ৬০ ভাগেরও বেশি শ‚ন্য থাকায় শিক্ষা কার্যক্রম অচল হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, অর্ধশত বছরের পুরনো ঐতিহ্যবাহী এ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৬ অধ্যাপকের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র একজন। মন্ত্রণালয়ে ওএসডি থাকা দুইজন অধ্যাপককে এখানে নিয়োগ দেয়ার ফলে মোট সংখ্যাটা এখন তিন। শূন্য পদের সংখ্যা ৩৩ । ৫০ জন সহযোগী অধ্যাপকের মধ্যে রয়েছেন মাত্র ১৩ জন। এছাড়া মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে ছয়জন এখানে কর্মরত রয়েছেন। শূন্য ৩৭টি সহযোগী অধ্যাপক পদে কোন জনবল নেই। ৮০ জন সহকারী অধ্যাপকের স্থলে ৪৬ জন কর্মরত রয়েছেন। তাদের মধ্যে ১৮ জনই মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত। তারপরেও শূন্য পদের সংখ্যা ৩৪। এ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ৪৪টি প্রভাষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২৮ জন। যার মধ্যে আবার একজন প্রেষণে আছেন। ছয়জন মেডিক্যাল অফিসার পদের বিপরীতে কর্মরত রয়েছেন দুইজন। আর এ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানটিতে একমাত্র বায়োকেমিস্ট পদে কাউকেই নিয়োগ দেয়া হয়নি।

স‚ত্রে আরও জানা গেছে, আগামী দিনের চিকিৎসক তৈরির এ প্রতিষ্ঠানটিতে ৬০ ভাগেরও বেশি শিক্ষকের পদ শ‚ন্য থাকায় এখানে লেখাপড়ার মান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠানটির ভাইরোলজি, শিশু হেমাটলজি ও অনকোলজি, ক্লিনিক্যাল নিউরো সার্জারী, অর্থোপ্লাস্ট, অর্থোপেডিক ও ট্রমাটোলজি, স্পাইন সার্জারি, জেনারেল রেডিওলজি, নিউরো রেডিওলজি, রক্ত পারিস ালন, নিউরো সার্জারি এবং রিউমাটোলজি বিভাগগুলোতে কোন শিক্ষক নেই। এছাড়া ফিজিওলজি, ফরেনসিক মেডিসিন, মাইক্রো বায়োলজি, কমিউনিটি মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন, নেফ্রোলজি, প্যাথলজি, নিউওরো মেডিসিন, অর্থোপেডিক, নাক-কান-গলা, রেডিও থেরাপি, ইউরোলজি, বার্ন ও প্লাস্টিক সার্জারি, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিক, নিউনোটলজি ও রিউমাটোলজি বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের পদগুলোও শূন্য।

পাশাপাশি রেসপিরেটরি মেডিসিন, হেপাটলজি, রেডিওথেরাপি, এনসথেসিওলজি, রেডিওলজি ও ইমেজিং, চক্ষু, স্পোর্টস মেডিসিন ও অর্থোসকপি, অর্থোপেডিক, সার্জারি, ফার্মাকোলজি ও বায়োকেমেস্ট্রিসহ আরও কয়েকটি বিভাগের বিভাগীয় প্রধানের পদগুলো দীর্ঘদিন থেকে শ‚ন্য রয়েছে। কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের মাত্র একজন সহকারী অধ্যাপক ও একজন মেডিকেল অফিসার পুরো বিভাগের দায়িত্ব পালন করছেন। অথচ এখানে অনুমোদিত পদ রয়েছে সাতটি। মাইক্রো বায়োলজি ও কমিউনিটি মেডিসিন বিভাগেও মাত্র একজন করে সহকারী অধ্যাপক। মেডিসিন বিভাগে তিনজন অধ্যাপকের পদই শ‚ন্য। সহযোগী অধ্যাপকের পাঁচটি পদে রয়েছেন মাত্র একজন। সহকারী অধ্যাপকেরও তিনটি পদ শ‚ন্য। শিশু বিভাগের তিনটি সহযোগী অধ্যাপকের পদেও কোন জনবল নেই। নেফ্রোলজি বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের তিনটি পদের বিপরীতে একজন সহকারী অধ্যাপক কর্মরত রয়েছেন। সাইকেট্রিক বিভাগটিও চলছে মাত্র একজন সহকারী অধ্যাপক দিয়ে। গাইনি বিভাগের দুটি অধ্যাপক পদই শ‚ন্য থাকার মধ্যে সহযোগী অধ্যাপকের তিনটি পদে রয়েছেন একজন। সহকারী অধ্যাপকের পাঁচটি পদেও কর্মরত রয়েছেন তিনজন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মুনিরুজ্জামান শাহিন জানান, গত ১৯ মাস করোনার কারণে ক্লাস বন্ধ ছিল। করোনাকালে অনেক শিক্ষক অবসরে গেছেন। ফলে ওই সব শূন্যপদে জনবল নিয়োগ হয়নি। এখন শিক্ষা কার্যক্রম শুরু হলেও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে সময় লাগছে। তিনি বলেন, আমরা সমস্যায় থাকলেও চেষ্টা করে যাচ্ছি কলেজের শিক্ষা কার্যক্রম নির্বিঘœ রাখতে। শিক্ষক সঙ্কটের বিষয়গুলো অধিদফতর ও মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। খুব শীঘ্রই এখানে জনবল নিয়োগ দেয়ার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।