শ্যামলীতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

রাজধানীর শ্যামলীতে অভিযান চলিয়ে দেড় কোটি টাকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে ওষধ প্রশাসন অধিদফতর।

এ অপরাধে ৩টি প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়েছে। কারখানা মালিককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও ওষধ প্রশাসন এ যৌথ অভিযান চালায়।

ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ। ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন ট্যাবলেট তৈরি হয় একই ঘরে একই জায়গাতে। মেয়াদোত্তীর্ণ ওষুধের ছড়াছড়ি সেখানে। নেই কোনো ফার্মাসিস্ট, নেই প্রয়োজনীয় দক্ষ জনবলও। তবু হরদম চলছে ওষুধ উৎপাদন। শ্যামলীর দুটি ভবনে পাঁচটি ফ্লাটে বছরের পর বছর চলছে এ কার্যক্রম।

ফোর এস, এ্যারিস্টন ফার্মা, এ্যারিস্ট লিমিটেড নামে চলছে ওষুধের রমরমা ব্যবসা।

এরআগেও ফোর এস লিমিটেডের লাইসেন্স বাতিল ও জরিমানা করেছিলো ওষুধ প্রশাসন। এরপর সাভারের কারখানা দেখিয়ে আবার নতুন করে নবায়ন পেলেও ওষুধ তৈরি হতো নিজ বাড়িতেই।