শ্রীপুরে একটি চৌবাচ্চার পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে একটি চৌবাচ্চার পানিতে ডুবে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম পারভেজ (৬)। সে টেংরা গ্রামের নির্মাণ শ্রমিক মো. আসাদুল ইসলামের ছেলে এবং স্থানীয় শেখ নসর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।

শ্রীপুর থানার এসআই নজমুল হুদা জানান, দুপুর দেড়টার দিকে পারভেজসহ কয়েক শিশু পারভেজদের বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে সেখানে থাকা একটি চৌবাচ্চায় পারভেজের হাতে থাকা লাঠিটি পড়ে যায়। লাঠিটি তুলতে গিয়ে পারভেজও চৌবাচ্চার পানিতে পড়ে যায়। অন্যান্য শিশুরা পারভেজের বাড়িতে গিয়ে খবর দিলে স্বজনরা এসে প্রায় ৬ ফুট গভীর চৌবাচ্চা থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, ন্যাশনাল ডেনিম নামে নির্মাণাধীন কারখানার কাজ করার জন্য কারখানার পাশে একটি চৌবাচ্চা তৈরি করে পানি রেখে ইট ভেজানো হতো। সম্প্রতি বৃষ্টির পানিতে চৌবাচ্চাটি পূর্ণ হয়ে আছে।