শ্রীলঙ্কায় সম্পত্তি লুটপাট বা মানবজীবনের ক্ষতি ঠেকাতে গুলির নির্দেশ

অর্থনৈতিক দুরবস্থার মধ্যে শ্রীলঙ্কায় নারকীয় পরিস্থিতিতে সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ৮ জন নিহত ও কমপক্ষে ২০০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনীর হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।কাউকে সরকারি সম্পদ নষ্ট বা প্রাণঘাতী কিছু করতে দেখা গেলেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা দিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র নলিন হেরাথ বলেছেন, কাউকে সরকারি সম্পত্তি লুটপাট বা মানবজীবনের ক্ষতি করতে দেখলে নিরাপত্তা বাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট এক টুইট বার্তায় দেশটির বিক্ষুব্ধ নাগরিকদের সরকারি সম্পদের ক্ষতি সাধন না করার অনুরোধ করার পাশাপাশি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশটিতে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানে সংবিধানের আলোকে কাজ করা হবে। পাশাপাশি অর্থনৈতিক দুরবস্থা নিরসনে কাজ করা হবে।

এদিকে সরকার বিরোধী সহিংসতার মধ্যে পড়ে দেশটির একজন সংসদ সদস্যসহ ৮ ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও মন্ত্রী-প্রধানমন্ত্রীসহ অর্ধশতাধিক নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সূত্র: আল-জাজিরা/নিউজওয়্যার