ষড়যন্ত্রকারীদের ক্ষমা চাইতে হবে

সচিবালয় প্রতিবেদক : পদ্মাসেতু প্রকল্পে কোনো দুর্নীতি ছিল না- এটা আদালতে প্রমাণিত হওয়ায় আরো একটি বিষয় স্পষ্ট হয়েছে, এই সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে। যারা টকশোর নামে এই প্রকল্পে দুর্নীতির গান গেয়েছিল। এখন এই গোষ্ঠীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

কানাডার আদালতে পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নাকচ হওয়ার পর রোববার সচিবালয়ে এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস, হিলারি ক্লিন্টন ও এদেশীয় কিছু বুদ্ধিজীবী।’

তিনি বলেন, ‘এই সেতু ২০১৫ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাদের ষড়যন্ত্রের কারণে পিছিয়ে গেছে। এখন ২০১৮ সালের মধ্যে এ প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যারা দক্ষিণাঞ্চলের মানুষ, তারা বুঝতে পারি ষড়যন্ত্রকারীরা আমাদের কী ক্ষতি করেছে। এতদিনে আমাদের অঞ্চলে শতশত কোটি টাকার বিনিয়োগ হতো। মানুষের কর্মসংস্থান হতো। আমাদের অর্থনীতিতে এর প্রভাব পড়তো। জিডিপির গ্রোথ আরো দুই শতাংশ বেশি হতো।’

তোফায়েল আহমেদ বলেন, ‘সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ও প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানের মতো সম্মানী লোকদের সম্মানহানী করা হয়েছে। তিনি (ড. ইউনূস) নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু কখনো কি তিনি স্মৃতিসৌধে গিয়েছেন? শহীদ মিনারে গিয়েছেন? ২১ আগস্ট গ্রেনেড হামলার পর আহতদের দেখতে গিয়েছিলেন? রানা প্লাজা ঘটনায় কি তিনি আহতদের পাশে দাঁড়িয়েছিলেন?’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কানাডার আদালতে বিশ্বব্যাংকের অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় সরকারের অবস্থান সঠিক বলে প্রমাণিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছিলেন, আমরা নিজেদের টাকায় এই সেতু করবো। আমরা তা করছিও।

এখন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা- এ প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, এটা আলোচনার বিষয়। সরকার আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেবে। কিন্তু তার আগে তাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।