‘ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল’

সংসদ প্রতিবেদক : ‘দুর্নীতিতে আপাদমস্তক নিমজ্জিত খালেদা জিয়াকে তখন (তত্ত্বাবধায়ক সরকারের সময়) গ্রেপ্তার না করে সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের বিভিন্ন সংসদ সদস্য এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম পয়েন্ট অব অর্ডারে আলোচনার সূত্রপাত করলে এ বিষয়ে অনির্ধারিত আলোচনা হয়।

আলোচনায় সরকারি দলের সদস্য আব্দুল মতিন খসরু, পঙ্কজ দেবনাথ, ফজিলাতুন নেসা বাপ্পী, সাবিনা আক্তার তুহিন, নুরজাহান বেগম ও উম্মে রাজিয়া কাজল অংশ নেন।

সংসদ সদস্যরা বলেন, ‘গণতন্ত্রের আপোষহীন নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ওয়ান ইলেভেনের অগণতান্ত্রিক সরকার মূলত সারা দেশ কারারুদ্ধ করতে চেয়েছিল।’

২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনার কারামুক্তির মধ্য দিয়ে এ দেশের অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছিল। তিনি মুক্ত না হলে দেশে আজ যে গণতান্ত্রিক ব্যবস্থা চলমান তা কখনোই সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তারা।

আলোচনায় অংশ নিয়ে আবদুল মতিন খসরু বলেন, ‘কোনো মামালা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া শেখ হাসিনাকে গ্রেপ্তার করা ​হয়েছিল। যারা এ অপরাধ করেছে তাদের বিচার করা হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের ধৃষ্টতা দেখানোর সাহস না করে।’

সংসদ সদস্যরা এ সময় বৃটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ান সিদ্দিক, রুশনারা আলী ও রুপা হককে অভিনন্দন জানান।

তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গ্রেপ্তার হন।