সংখ্যালঘু হামলায় বিএনপি-জামায়াতের ইন্ধন

নিজস্ব প্রতিবেদক : নাসিরনগরসহ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে বিএনপি-জামায়াতের সরাসরি ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতে যেমন, মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দিরে হামলার পেছনে বিএনপি-জামায়াতের ইন্ধন ছিল, এগুলোতেও তাদের সরাসরি ইন্ধন রয়েছে।

৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ নয় দাবি করে হাছান মাহমুদ বলেন, ১৯৭৫ সালের এই দিনে মানুষ হত্যা করা হয়েছিল। এই দিনে কোনো বিপ্লব হয়নি, মানবতার বিরুদ্ধে সংগ্রাম সংঘটিত হয়েছিল। এই দিনটি একটি কালো দিন।

হাছান মাহমুদ বলেন, ৭ নভেম্বর জিয়ার মাজারে বিএনপি ফুল দিয়ে প্রমাণ করেছে জিয়া সরাসরি সৈনিক হত্যা করেছিলেন।

আয়োজক সংগঠনের সহসভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।