সংসদ সদস্য ছায়েদুল হক ও গোলাম মোস্তফার মৃত্যুতে সংসদে শোক

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : এর আগে রোববার বিকেল ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ২০১৮ সালের প্রথম অধিবেশন শুরু হয়। সংসদ সদস্য ছায়েদুল হক ও গোলাম মোস্তফা মারা যাওয়ায় সংসদের রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে।

সংসদের রেওয়াজ অনুযায়ী এ বিষয়ে আলোচনার পর সংসদের বৈঠক কিছুক্ষণের জন্য মুলতবি করা হয়। মূলতবি শেষে অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত রয়েছেন।

সংসদের অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন বিকাল সাড়ে ৪টায় সংসদের বৈঠক শুরু হবে। আর রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর ৪৫ ঘণ্টা আলোচনা চলবে। তবে প্রয়োজন বোধে স্পিকার অধিবেশনের সময় কমানো বা বাড়াতে পারবেন।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সংসদে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। এরপর সেই ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা।

গত ১৬ ডিসেম্বর মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল হাসপাতালে মারা যান। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগ থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন ছায়েদুল হক। এছাড়া গত ১৯ ডিসেম্বর গাইবান্ধা সুন্দরগঞ্জের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা তালুকদার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।