সন্দ্বীপে নৌকাডুবির ঘটনায় ৪ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে নৌকাডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো কমপক্ষে ১২ জন নিখোঁজ রয়েছেন। রোববার রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামশুল ইসলাম।

মো. সামশুল ইসলাম জানান,  গুপ্তছড়া ঘাটের ৩ কিলোমিটার দূর থেকে রাত সাড়ে ১২টার দিকে চারজনের লাশ করা হয়েছে। এ ছাড়া কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা কমপক্ষে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছে। এখনো ১২ জন নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড পূর্ব জোনের ক্যাপ্টেন শহিদুল ইসলাম জানান, সীতাকুণ্ডের কুমিরা থেকে রোববার সন্ধ্যায় এমভি সালাম নামে একটি সি ট্রাক প্রায় ৩শ যাত্রী নিয়ে সন্দ্বীপ যায়। এটি গুপ্তছড়া ঘাটের অদূরে নোঙর করার পর যাত্রীরা নৌকায় করে তীরে উঠার আগেই প্রচণ্ড বাতাস ও স্রোতের কারণে এটি ডুবে যায়। নৌকায় কমপক্ষে ৪০ জন যাত্রী ছিল। খবর পেয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্বজোনের কয়েকটি শার্কবোট এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে।