সন্ধ্যার পর বৃষ্টির আভাস

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ রাজধানী ঢাকার সকাল থেকেই ছিল তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। সোমবার (২৪ মে) কিছুটা স্বস্তির সংবাদ দিচ্ছে আবহাওয়া অফিস। সন্ধ্যার পরে ঢাকায় হালকা বৃষ্টি নামার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ। তিনি বলেন, আকাশে মেঘ দেখা যাচ্ছে। হয়তো ঘণ্টাখানেকের মতো বৃষ্টি হতে পারে। সন্ধ্যার পরে হালকা বৃষ্টি হলেও হতে পারে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার দিকে মেঘ আছে সেই মেঘ ঢাকায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। দেশের আরও কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গল ও বুধবার সারা দেশে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এদিকে দুপুরের দিকে আবহাওয়া অফিস জানায়, আগামী বুধবার (২৬ মে) ভোর নাগাদ উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও খুলনা উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। মূল ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে যাবে। এর দুই পাশে থাকবে উত্তর উড়িষ্যা ও খুলনা উপকূল।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের মূল পথ হলো পশ্চিমবঙ্গমুখী। যা আঘাত হানার ওই অঞ্চলেই বেশি হানবে। পাশাপাশি উড়িষ্যা ও খুলনায়ও আঘাত হানবে এটি।