সন্ধ্যা নদীতে যাত্রী বোঝাই নৌযান ডুবির দুদিন পর মামলা

বরিশাল : বরিশালের বানারীপাড়ার দাসেরহাট সংলগ্ন সন্ধ্যা নদীতে যাত্রী বোঝাই নৌযান ডুবির দুদিন পর মামলা করেছে পুলিশ।

দায়িত্বে অবহেলা এবং বেশি লাভের আশায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে প্রাণহানির অভিযোগে এসআই জসিম বাদী হয়ে দ- বিধির ২৮২ এবং ৩০৪ (খ) ধারায় আজ শুক্রবার এই মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান।

তিনি জানান, মামলায় ছোট নৌযানটির মালিক ও চালক বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী হাওলাদার এবং তার সহকারী (হেলপার) মো. নয়নকে আসামি করা হয়েছে। দুর্ঘটনার সময় হেলপার নয়ন নৌযানটি চালাচ্ছিল।

এদিকে দুর্ঘটনার পর তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত নৌযানটির মালিক ইউসুফ আলী কিংবা ওই সময়ে চালকের দায়িত্বে থাকা নয়নকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

উল্লেখ্য, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দাসেরহাট মজিদবাড়ী পয়েন্টে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঐশী প্লাস নামে একটি নৌযান ডুবে যায়। এ ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত ২৭টি লাশ উদ্ধার করা হয়েছে। একজন এখনও নিখোঁজ রয়েছে।

এ ছাড়া ওই দিন বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেনকে প্রধান করে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।