সবকিছু মিলিয়ে ১৬ হাজার টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা এবং সবকিছু মিলিয়ে ১৬ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানায় গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।

মানববন্ধনে বক্তারা বলেন, দিন দিন দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুৎ-পানির দাম, গাড়ি ভাড়া বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই হারে শ্রমিকদরে মজুরি বৃদ্ধি পায়নি। মালিকপক্ষ শ্রমিকদের যে মজুরি দেয়, সেই মজুরিতে শ্রমিকদের জীবনধারণ করা অনেক কষ্টসাধ্য। এজন্য শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা এবং সকল প্রকার ভাতা মিলিয়ে শ্রমিকদের মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানাচ্ছি।

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের জেরে যে আন্দোলন শুরু হয়েছে সে প্রসঙ্গে বক্তারা বলেন, শ্রমিকরা কেন আন্দোলনে গেল তা পর্যবেক্ষণ না করে তাদের চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে। গার্মেন্টস বন্ধ করে দেওয়া হচ্ছে।

গার্মেন্টস বন্ধ না করে বরং খোলা রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান বক্তারা।

সংগঠনের সমন্বয়ক রকিবুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন, গার্মেন্টস সংহতি ফেডারেশনের নেত্রী তাসলিমা আক্তার, তোফাজ্জল হোসেন, সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।