সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় কুক আঘাত হানতে যাচ্ছে নিউজিল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় কুক আঘাত হানতে যাচ্ছে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে। স্থানীয় সময় বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বে অব প্লেন্টি উপকূলে আঘাত হানবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইতিমধ্যে উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৬৮ সালের পর থেকে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে কুক।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন্টায় ১৫০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঘূর্ণিঝড় কুক উপকূলে আঘাত হানবে । ঘূর্ণিঝড়ের সময় উঁচু ঢেউ, জলোচ্ছ্বাস হতে পারে। একইসঙ্গে ভূমিধসের ঘটনাও ঘটতে পারে। নিচুঁ অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সামরিক বাহিনী ও জরুরি বিভাগগুলোকে প্রস্তত রাখা হয়েছে।

বে অব প্লেন্টি ও থেমস করোমেন্ডেল জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় বিকেল নাগাদ আশেপাশের আরো কয়েকটি জেলায় জরুরি অবস্থা জারি করা হতে পারে।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ঘূর্ণিঝড় কুককে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে। ঝড়ের পূর্বপ্রস্তুতি হিসেবে বাড়িতে তিনদিনের খাদ্য মজুদ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।