সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষাঙ্গন থেকে জঙ্গিবাদ রুখতে হবে

রংপুর : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষাঙ্গন থেকে জঙ্গিবাদ রুখতে হবে।

শনিবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে দিনাজপুর শিক্ষাবোর্ড আয়োজিত ‘শিক্ষায় উন্নত পরিবেশ ও জঙ্গিবাদমুক্ত শিক্ষা’ শীর্ষক এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে নামধারী শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ নেই। কিন্তু মানসম্পন্ন ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব রয়েছে। ছাত্রদের পাশাপাশি শিক্ষকরাও জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে পড়ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, ১০ দিন ক্লাসে অনুপস্থিত থাকলে তাদের জঙ্গি বলা যাবে না। তাদের সম্পর্কে খোঁজ-খবর নিতে হবে।

মন্ত্রী শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর আচরণ পরিবর্তন হলে তাদের প্রতি নজর রাখতে হবে। সন্দেহজনক কিছু দেখলে তাদের পুলিশে সোপর্দ করতে হবে। জঙ্গিরা বিদেশিদের কাছে এদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে জঙ্গিবাদ সৃষ্টি করেছে। এদের নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি মাদ্রাসা শিক্ষা প্রসঙ্গে বলেন, মাদ্রাসা জঙ্গিবাদের কারখানা এ কথাটি ঠিক নয়। মাদ্রাসাতেও মেধাসম্পন্ন মানুষ রয়েছে। তাদেরও যথাযথ মূল্যায়ন করতে হবে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহম্মেদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুব রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জলঢাকা আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ, মাদ্রাসা শিক্ষাবোর্ডের মহাপরিচালক বিলাল হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. একেএম নুর উন নবী, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রসাশক মো. রাহাত আনোয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান।

সমাবেশে রংপুর বিভাগের দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাসহ শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।