‘সব ধর্মের প্রতি সম্মান ও জঙ্গিদের ধ্বংসের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব’

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সব ধর্মের প্রতি সম্মান ও জঙ্গিদের ধ্বংসের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব।

শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ৯ম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় করে তিনি একথা বলেন।

এদেশের মাটি ও চার হাজার বছরের ইতিহাস সব ধর্মের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস উল্লেখ করে মন্ত্রী বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র ও উৎসব সবার। মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডা ভাঙা মানুষের হৃদয় ভাঙার সমান।

জঙ্গি ও তাদের লালনকারীদের ধর্মীয় সম্প্রীতির সবচেয়ে বড় শত্রু বলে বর্ণনা করে তিনি বলেন, এই মাটিতে জঙ্গিদের কোনো জায়গা নেই।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, অধ্যাপক রেহমান সোবহান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর তিন সদস্য মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, উষাতন তালুকদার এমপি ও হিউবার্ট গোমেজ, পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।