সমাজবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয় : অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সমাজবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এর গুরুত্ব অনেক। অ্যালামনাইয়ের অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের মিলিত হওয়ার সুযোগ করে দেয়। আর এ ধরনের ছোট ছোট সংগঠনগুলো যেসব অনুষ্ঠান করে তার প্রভাব সমাজে প্রতিফলিত হয়। এটি একটি ভালো উদ্যোগ।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অ্যালামনাইয়ের ‘প্রাণের মেলা ২০১৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সমাজে বিভিন্ন ধর্ম-বর্ণ, নৃ-গোষ্ঠীর মানুষের বসবাস করে। তাদের আচার-আচরণও ভিন্ন। তবু তারা এ সমাজেই একসঙ্গে বসবাস করছেন। এই সামাজিক বন্ধন আমাদের জীবন-যাপনকে প্রভাবিত করে।’

তিনি বলেন, ‘আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম তখন বিভাগটি ছিল না। পরে প্রতিষ্ঠিত হয়েছে। দিন যাচ্ছে আর এ বিষয়টির গুরুত্ব বেড়ে যাচ্ছে। এই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছেন।’

মুখ্য সচিব ও সোসিওলজি অ্যালামনাইয়ের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার।

বিশেষ অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকে ভালোবাসার শিক্ষা দিতে হবে। তাহলে সমাজে অন্যায়-অত্যাচার কমে আসবে।

শিক্ষার্থীরা মানবসেতু তৈরি করেছে। এলাকার প্রবীণ ব্যক্তিরা উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। গণমাধ্যম এটাকে সমাজের অবক্ষয় বলছে। তারা এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছে। এসব সমাজে একটা প্রভাব ফেলে। এর ফলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ক