সম্পর্কের টানাপোড়েন ঠিক করতে বাইডেন-ম্যাক্রোঁর ফোনালাপ

ত্রিদেশীয় জোটের পারমাণবিক সাবমেরিন বিক্রির চুক্তি নিয়ে ফ্রান্সের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে দেশটির প্রেসিডেন্টে এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

দুই দেশ এক যৌথ বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বুধবার বাইডেন ও ম্যাক্রোঁর ফোনালাপ হয়েছে। ফোনালাপের পর হোয়াইট হাউস জানিয়েছে, নিজেদের রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে পাঠাতে সম্মত হয়েছে ফ্রান্স।

অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবমেরিন চুক্তি নিয়ে উত্তেজনার মধ্যেই এই প্রথম ফোনালাপ করলেন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্ট। এ সময় চুক্তি নিয়ে নিজের কিছু ভুল পদক্ষেপের কথা স্বীকার করেন বাইডেন। পাশাপাশি কৌশলগত বিষয়ে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করলে পরিস্থিতি জটিল হতো না বলেও একমত হন দুই নেতা।

প্রায় ৩০ মিনিট ধরে চলা ফোনালাপের পর হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, ফলপ্রসূ হয়েছে তাদের আলোচনা। অক্টোবরের শেষ দিকে দুজনের বৈঠক হবার কথা রয়েছে। এ ছাড়া নিজের রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে ফ্রান্স সম্মত হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।