সংসদ অধিবেশন

আজ সম্পূরক বাজেট পাস

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদের ৮ম (বাজেট) অধিবেশন আজ সোমবার ১০টা ৩৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

চলছে চলতি ২০১৯-২০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা। আলোচনা শেষে আজই সম্পূরক বাজেট পাস হবে।

গতকাল রোববার সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরুর কথা থাকলেও চলতি সংসদের সদস্য সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠান এবং রেওয়াজ অনুযায়ী ওই দিনের বৈঠক মুলতবি করা হয়।

সংসদ সচিবালয় থেকে পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী ১৫ জুন সম্পূরক বাজেট এবং ৩০ জুন সাধারণ বাজেট পাস হওয়ার কথা।