সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ডেলিভারি আরও উন্নত করেছে ফ্লিপকার্ট

ইদানিংকালে ই-কমার্স সাইটের রমরমা বেড়েছে বিশ্বজুড়ে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ডেলিভারি আরও উন্নত করেছে ফ্লিপকার্ট, অ্যামাজন কিংবা স্ন্যাপডিলের মতো ই-কমার্স সংস্থাগুলি। এবার সেই তালিকায় নয়া সংযোজন। মাত্র ১৩ মিনিটে প্রোডাক্ট ডেলিভারি করে নতুন রেকর্ড করল ই-কমার্স সংস্থা অ্যামাজন।

সম্প্রতি অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ, জেফ বেজস ট্যুইট করে এই কথা জানান। বুধবার কেমব্রিজের রিচার্ড বি নামে এক ব্যক্তি অ্যামাজনে একটি টিভি বক্স অর্ডার দেন। অর্ডার দেওয়ার ১৩ মিনিটের মধ্যে তাঁর কাছে প্রোডাক্টটি চলে আসে। সঙ্গে এক প্যাকেট পপকর্ন।

কিন্তু কী করে এই অসম্ভবকে সম্ভব করল অ্যামাজন? অ্যমাজনের তরফ থেকে জানান হয়েছে, একটি কোয়াডকপ্টার ড্রোনের মাধ্যমে ওই গ্রাহককে প্রোডাক্টটি পৌঁছে দেয় তারা। পুরো প্রক্রিয়াটি ভিডিও করে অ্যামাজন তাদের ওয়েবসাইটে শেয়ারও করেছে।

এই প্রথম কোনও ই-কমার্স সংস্থা ড্রোনের মাধ্যমে এত দ্রুত ডেলিভারি করল। সংস্থার তরফে জানান হয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে, খুব শীঘ্রই আমেরিকা এবং ব্রিটেনে ড্রোনের মাধ্যমে পরিষেবা চালু করা হবে।