‘সময় মতো কার্যকরী পদক্ষেপ নেওয়ায় দেশে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক’

করোনা পরিস্থিতি সারাবিশ্বের অর্থনৈতিক অবস্থাকে বিপর্যস্ত করলেও সময় মতো কার্যকরী পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশে এখনও স্বাভাবিক আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (০৬ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে ম্যাটারনাল ও চাইল্ড হেলথ ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সমস্ত পৃথিবী বিপর্যস্ত। অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। কিন্তু দেখেন বাংলাদেশের অবস্থা ওই সমস্ত দেশের তুলনায় অনেক ভালো আছে। এ কারণে আমাদের দেশে নিয়ন্ত্রণে আছে। আমাদের ঘনবসতি ১৭ কোটি লোক এক জায়গায় বাস করে। আজকে মৃত্যুর হার অনেক কম। করোনা প্রতিরোধের জন্য মাস্ক হলো একটা কার্যকরী ব্যবস্থা যতদিন পর্যন্ত না ভ্যাকসিন না আসবে। যার ব্যবস্থা আমরা নিয়েছি।’

এসময় মন্ত্রী পর্যায়ক্রমে দেশের সব জেলায় অ্যান্টিজেন টেস্ট বাড়ানো হবে বলেও জানান।