সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্যই দেশে জঙ্গি তৎপরতা চলছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্যই দেশে জঙ্গি তৎপরতা চলছে। কিন্তু সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অত্যন্ত কঠোর। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

সোমবার বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।

আগামী বুধবার এ মাঠে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।

পদ্মাসেতু দুর্নীতি প্রসঙ্গে হানিফ বলেন, পরিকল্পিতভাবে একটি মহল সরকারকে বিব্রত করতে এ অভিযোগ করেছিল। আমরা আগেই বলেছি, যেখানে অর্থায়নই হয়নি, সেখানে দুর্নীতি হওয়ার সুযোগই নেই।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলা প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়া দুর্নীতি করেছেন। তার বিরুদ্ধে আদালত যে রায় ঘোষণা করবেন, তা অবশ্যই মানতে হবে। তিনি দুর্নীতি করেছেন বলেই মামলা নিয়ে টালবাহানায় কালক্ষেপণ করছেন।

হানিফ আরো বলেন, ’৭৫ পরবর্তী সরকারগুলোই জঙ্গিবাদীদের লালন পালন করেছে। বেগম জিয়াও করেছেন। মুফতি হান্নানের সঙ্গে তারেক রহমানের বারবার বৈঠকের প্রমাণও আছে। এখনও সরকারকে বিব্রত করার জন্য জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে।