পবিত্র ঈদুল আজহায় সরকারি কর্মচারীদের বেতন ১৬ আগস্ট

সচিবালয় প্রতিবেদক : আগামী ১৬ আগস্ট সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সুবিধা পেনশনভোগীরাও পাবেন। সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতাদি ১৬ আগস্ট প্রদান করা হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আগস্ট মাসের অবসর ভাতা একই দিন প্রদান করা হবে। প্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত হয়েছে। নিয়ম হচ্ছে, মাসের ১৫ তারিখের পর এ ধরনের কোনো উৎসব থাকলে ওই মাস শেষ হওয়ার আগেই নন-গেজেটেড ও নন-কমিশন্ড কর্মচারীদের বেতন পরিশোধ করতে হয়।