‘সরকারি চাকরিজীবীদেরও ডোপ টেস্টের আওতায় আনছে সরকার’

শুধু সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেই নয়, চাকরিজীবীদেরও ডোপ টেস্টের আওতায় আনছে সরকার। আর এক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের প্রতিবছর একবার ডোপ টেস্ট করা হবে। এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এমন বিষয়ে আলোচনা হয়েছে। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবছর একবার ডোপ টেস্টের আওতায় আসবেন। যারা এ ডোপ টেস্টে পজিটিভ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা-প্রতিষ্ঠানও এর আওতায় থাকবে। যারা শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, যারা ইউনিভার্সিটি-কলেজে ভর্তির সময় এমনকি শিক্ষকরাও এ ডোপ টেস্টের আওতায় আসবেন। আমরা এ ধরনের বিষয়ে আলোচনা করেছি।

কবে থেকে এটি বাস্তবায়ন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানাবেন।