সরকারি ব্যবস্থাপনায় দুই প্যাকেজেই হজ পালনে খরচ বাড়ছে

সচিবালয় প্রতিবেদক : চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় দুই প্যাকেজেই হজ পালনে খরচ বাড়ছে।

প্যাকেজ-১ এ ৩ লাখ ৮১ হাজার ৫০৮ এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ করতে হবে। গতবারের তুলনায় এবার প্যাকেজ-১ এ খরচ বেড়েছে ২১ হাজার ৪৮০ টাকা ও প্যাকেজ-২ এ বেড়েছে ১৪ হাজার ৪৫২ টাকা।

চলতি বছরও সরকারি ব্যবস্থাপনায় এই দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ-২০১৭’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এবারো সরকারিভাবে ১০ হাজার ব্যক্তি হজ করতে যেতে পারবেন। আর বেসরকারিভাবে যেতে পারবেন ১ লাখ ১৭ হাজার ১৯৮ জন। গতবার বেসরকারিভাবে ৯১ হাজারের কিছু বেশি লোক হজে যাওয়ার সুযোগ পেয়েছিল।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘চলতি বছরও সরকারি ব্যবস্থাপনায় এই দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালন করতে হবে। মন্ত্রিসভার বৈঠকে হজ প্যাকেজ-২০১৭ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।’

শফিউল আলম বলেন, ‘দুটি প্যাকেজেই হজযাত্রীদের খরচ বাড়ছে। গত হজে প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ হয় ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। প্যাকেজ-২ এর মাধ্যমে খরচ হয় ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।’

তিনি আরো বলেন, ‘এবার বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৩৮ টাকা। এই খরচ শুধু বিমান ভাড়াসহ অপরিহার্য বিষয়ের জন্য। থাকা-খাওয়া এর বাইরে। সব মিলিয়ে এবার বাংলাদেশিদের হজ পালনে সর্বনিম্ন ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা ব্যয় হবে।’

সচিব বলেন, ‘এবার যারা হজে যাবেন, তাদের সবার এমআরপি পাসপোর্ট লাগবে। লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি হজ এজেন্সি কমপক্ষে ১৫০ জন ও সর্বোচ্চ ৩০০ জন ব্যক্তি হজে পাঠাতে পারবে।’

তিনি বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে সংশোধিত “জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ (২০১৭)” অনুমোদন দেওয়া হয়েছে।’

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ১ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।