সরকার রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এদেশে এখন অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। তাদের ফেরত দিতে সরকার কাজ করছে। এছাড়া মানবপাচার রোধ সবাইকে এগিয়ে আসতে।

মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনা’ শীর্ষক জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এজন্য বাংলাদেশ সরকার কাজ করছে। সবার সহযোগিতাও প্রয়োজন। ইতিমধ্যে তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক মহল চাপ দিচ্ছে। সরকারও কূটনীতিকসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানবপাচার রোধে কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। সরকার আন্তরিকতার সাথে এটি প্রতিরোধে কাজ করছে। অ্যান্টি ট্রাফিকিং অ্যাক্ট-২০১২ প্রণয়ন করা হয়েছে। মানবপাচার প্রতিরোধে প্রতিবেশী ভারতের সঙ্গেও কাজ করছি। অনেক মানবপাচারকারীকে গ্রেপ্তার করে আইনে সোপর্দও করা হয়েছে।’