সরকার ৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ঘোষণা

সচিবালয় প্রতিবেদক : সরকার ৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ঘোষণা করেছে।

রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৭ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে। ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে উদযাপনের নিমিত্তে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে গত ৩০ অক্টোবর মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রতিবছর ৫ ফেব্রুয়ারি ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ হিসেবে পালনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রসঙ্গত, ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এজন্য ৫ ফেব্রুয়ারিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, ২২ মার্চ তারিখে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ ঘোষণার একটি প্রস্তাবনা ছিল। কিন্তু চূড়ান্তভাবে ৫ ফেব্রুয়ারি তারিখকে ঘোষণা করা হলো।