সর্বাত্মক সহযোগিতার মাইলফলক হবে মোদির সফর

তানভির আহমেদ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায় হতে যাচ্ছে। এই সফর হতে যাচ্ছে সর্বাত্মক সহযোগিতার এক মাইলফলক, যা অন্য সব দেশের অনুসরণযোগ্য।

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা নয়াদিল্লিতে গতকাল বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি বলেন, এই সফরে দুই দেশের মধ্যে বহুমুখী সহযোগিতার একাধিক চুক্তি সই হবে। বাণিজ্য, বিপর্যয় মোকাবিলা, সমুদ্রবিদ্যাসহ কিছু বিষয়ে চুক্তি ছাড়াও বিদ্যুৎ, রেলওয়ে, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়নসংক্রান্ত বহু বিষয়ে নতুন ঘোষণা আসার সম্ভাবনাও রয়েছে। কতগুলো ক্ষেত্রে এবং কী কী চুক্তি বা বোঝাপড়া হতে চলেছে প্রশ্ন করা হলে পররাষ্ট্রসচিব বলেন, ‘সংখ্যাটা বড় কথা নয়। বড় কথা চুক্তি ও বোঝাপড়ার গুণগত মান। সহযোগিতার এমন কোনো ক্ষেত্র নেই, যা দুই দেশের বোঝাপড়ার মধ্যে আসছে না।’