সহজেই ঘর জীবাণু মুক্ত করন

বিশ্বব্যাপী মহামারির রূপ নেওয়া করোনাভাইরাস ঠেকানোর এখন পর্যন্ত কার্যকর উপায় ব্যক্তিগত সতর্কতা ও পরিচ্ছন্নতা। গবেষকদের তথ্য অনুযায়ী, ভয়ংকর এই ভাইরাস বাতাসে তিন ঘণ্টা, তামার ওপর চার ঘণ্টা, কার্ডবোর্ডের ওপর ২৪ ঘণ্টা এবং প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলের ওপর দুই থেকে তিন দিন বেঁচে থাকতে পারে।

করোনা আতঙ্কের পর থেকে ঘর জীবাণুমুক্ত করার বিষয়ে সচেতনতা বেড়েছে। বাজারের নামীদামি ফিনাইল বা জীবাণুনাশক ব্যবহার করেছেন অনেকেই। কিন্তু এ সব রাসায়নিক ব্যবহার না করে ঘরোয়া কিছু উপাদান দিয়ে পরিষ্কার করা যায় ঘর।

লেবু রস: করোনা আতঙ্কের পর থেকে অনেকেই সকালে লেবুর দিয়ে পানি খেতে শুরু করেছেন। কিন্তু এর পাশাপাশি লেবুর অন্য গুণও আছে। লেবুর রস জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায়। তা ছাড়া ধাতব জিনিস লেবু দিয়ে পরিষ্কার করলে সেগুলি উজ্জ্বল হয়।

সাদা ভিনিগার: অ্যাসিড হিসেবে রান্নায় ব্যবহার করা হয় ভিনিগার। কড়া অ্যাসিড বলেই জীবাণুনাশক হিসেবে এর ব্যবহার করা যেতে পারে। এ ছাড়াও চটচটে ময়লা তুলে ফেলতে পারে ভিনিগার।

বাষ্প: ঘরে জলীয় বাষ্প তৈরি করা গেলেও, তার কারণে জীবাণুর উৎপাত কমতে পারে। অনেকেই এই পদ্ধতিতে ঘরকে জীবাণুমুক্ত করেন।