সাঁওতালদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার আরো ২

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের মামলায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১২ জনে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নাসিরাবাদ গ্রামের শহিদুল ইসলামের ছেলে জনি মিয়া (২৮) ও নাজিম উদ্দিনের ছেলে রানা মিয়া (৩২)।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর সাঁওতালদের ওপর হামলার ঘটনায় মুয়ালীপাড়া গ্রামের সমেস মুরমুর ছেলে স্বপন মুরমু বাদী হয়ে বুধবার রাতে অজ্ঞাত পরিচয় পাঁচ থেকে ছয় শ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।