সাংস্কৃতিক আগ্রাসনের শিকার পয়লা বৈশাখ

জ্যেষ্ঠ প্রতিবেদক : কালের আবহে বিবর্তনের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপনের ক্ষেত্রে যে পরিবর্তন এবং ব্যাপকতা এসেছে, সেটিকে ভিন দেশীয় সংস্কৃতির আগ্রাসন বলছে বিএনপি।

এর মাধ্যমে ‘হালখাতা বা দেশজ মেলা’র জায়গায় ‘মঙ্গল শোভাযাত্রা এবং পান্তা ইলিশের’ মতো সংস্কৃতি ঢুকে পড়েছে; যার সঙ্গে পয়লা বৈশাখের কোন সংশ্লিষ্টতা ছিলো না বলে বলছেন দলটির নেতারা।

পয়লা বৈশাখের উৎসবের ব্যাপকতা নিয়ে জানতে চাইলে কাছে এই পর্যবেক্ষণ তুলে ধরেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা।

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান বলেন, ‘নতুন বছরকে বরণ করে নিতে হালখাতা ও মেলার মতো বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু বর্তমানে সেগুলোর স্থানে দিনটি উদযাপনে যেসব সংস্কৃতির প্রদর্শণ হচ্ছে, তা আমাদের দেশীয় সংস্কৃতির সঙ্গে যায় না।’

‘মঙ্গল শোভাযাত্রা বা মঙ্গলপ্রদীপ- এই উদযাপনটি পশ্চিমবঙ্গের আদলে হচ্ছে। অর্থাৎ একটি ধর্মীয় সংস্কৃতির মতো করে হচ্ছে। এটি বাঙালি মুসলিম সংষ্কৃতির অংশ নয়। ভুলে গেলে চলবে না আমরা বাঙালি মুসলমান,’ বলেন তিনি।

বিএনপির এই নেতা আরো বলেন, ‘আমাদের দীর্ঘদিনের লালিত যে সংষ্কৃতি সেটি পশ্চিম বাংলার সংস্কৃৃতিতে গ্রাস হয়ে যাচ্ছে। ইদানীং যেটা শুরু হয়েছে, সেটি ভিনদেশী আগ্রাসন। আমাদের সংস্কৃতি সেই আগ্রাসনের শিকার। আমরা আমাদের সংস্কৃতি ধরে রাখতে পারছি না।’

পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বা পান্তা ইলিশ খাওয়ার বিষয়টি কিভাবে যুক্ত হলো, সেই প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ বলেন, ‘এটি অন্য কালচার থেকে এসেছে। নতুন ডাইমনেশন সৃষ্টি করতে এটি করা হয়েছে।’

‘মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ- এই কনসেপ্ট কে আনলো? আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং পরে যখন সেখানে শিক্ষকতা করেছি তখনও এগুলো দেখিনি। তখন রমনায় ছায়ানটে এবং চারুকলায় সীমিত আকারে অনুষ্ঠান হতো। কিন্তু মঙ্গল শোভাযাত্রা বা পান্তা ইলিশের ব্যাপার ছিলো না,’ বলেন তিনি।

আমাদের কাছে পয়লা বৈশাখ উদযাপনের স্মৃতিচারণ করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ‘আগে দেখেছি ব্যবসায়ী, মহাজনের মতো পাওনাদাররা তাদের বছরের শেষের হিসাব নিকাশ এবং পাওনা আদায় করতে হালখাতার আয়োজন করতো। তারাই মেলা তৈরি করে আকৃষ্ট করতো। ধীরে ধীরে তা উৎসবের রূপ পায়।’

তিনি বলেন, ‘কালে কালে সেই বিষয়টির বিবর্তন ঘটে একটি উৎসবে পরিণত হয়েছে। কিন্তু এখন বিবর্তন যেটা হয়েছে, সেটি আমাদের সংস্কৃতির থেকে আলাদা।’

পয়লা বৈশাখে পান্তা ইলিশ কেন খেতে হবে- প্রশ্ন করে খন্দকার মোশাররফ বলেন, ‘ব্যবসায়ী বা মহাজানরা যখন হালখাতা করতো, তখন দেনাদারদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হতো ওই দিনটায়। পান্তা খেতে দিতো না। তাহলে পান্তা কোথা থেকে এলো?’

মঙ্গল শোভাযাত্রা আমাদের সংস্কৃতির নয় দাবি করে তিনি বলেন, ‘পয়লা বৈশাখের ব্যাপকতার জন্য যে মঙ্গল শোভাযাত্রা করে দেখানো হচ্ছে, সেটি মুলত ধর্ম নিরপেক্ষতা বোঝানোর জন্য। এই যে বিবর্তন, এর মাধ্যমে মুলত নিজস্ব সংস্কৃতির ভেতরে বাইরের সংস্কৃতি ঢুকানো হয়েছে। এর মাধ্যমে পয়লা বৈশাখের মুল বিষয়টি থেকে দুরে সরে যাওয়া হয়েছে।’

তবে চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখ উদযাপন নিয়ে কোনো বিতর্ক চান না বিএনপির আরেক নীতি নির্ধারক মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘বৈশাখ উদযাপনের রীতিতে পরিবর্তন এসেছে। তবে সংষ্কৃতির সঙ্গে ধর্মকে মিলিয়ে ফেলা ঠিক বলে আমি মনে করি না। যদিও আগে আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ বৈশাখ উদযাপন আমাদের সংস্কৃতির অংশ।’

পয়লা বৈশাখ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট মঙ্গল শোভাযাত্রাকে এনে এই উৎসবে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘এ নিয়ে মতভেদ রয়েছে। একটি বিষয় নিয়ে সবাই একমত নাও হতে পারে। তবে উৎসবকে সার্বজনীন করতে কিছু বিতর্ক এড়িয়ে যাওয়াই ভালো।’ কোনো মতেই যাতে ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে এমন কিছু করা থেকে বিরত থাকা উচিত বলে মনে করেন বিএনপির এই নেতা।