সাজাপ্রাপ্ত তিন শিবির নেতা আদালতে আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত তিন শিবির নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত-২ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জানের আদালতে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জের রবিউল ইসলাম, মেহেদি হাসান ও রংপুর সদরের জামেদুল ইসলাম। তারা সবাই শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালে কারমাইকেল কলেজ থেকে বেশকিছু বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় কোতোয়ালি থানার এসআই মোখতারুল ইসলাম বাদী হয়ে এই তিনজনকে আসামি করে একটি মামলা করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে ২০১৫ সালের ১ ডিসেম্বর তিন আসামিকে ২০ বছর করে সাজা প্রদান করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত-২।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত-২ এর পিপি ফারুখ মোহাম্মদ রিয়াজুল করিম জানান, মঙ্গলবার তিন আসামি আদালতে আত্মসমর্পণ করলে তাদের জেল হাজতে পাঠানো হয়।