সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ৭ দিনের ছুটি

সাতক্ষীরা প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৭ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। এর ফলে শনিবার থেকে বন্ধ হয়ে গেছে এ বন্দরের সব আমদানি-রপ্তানি কার্যক্রম।

ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পরিমল রায় স্বাক্ষরিত এক চিঠিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১৫ অক্টোবর শনিবার থেকে আবারও যথারীতি এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

তবে এ সময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি জানান।