সাতক্ষীরায় যুবলীগের নেতার বাড়িতে বোমা হামলা

বাঁধ ভেঙে ৫০ গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরের বাড়িতে গুলিবর্ষণ ও বোমা হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে সদর উপজেলার কুচপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাসেল কবির ২০১৩ সালের জামায়াত-শিবিরের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামের ছেলে।

রাসেল কবিরের চাচা নজরুল ইসলাম জানান, তার ভাতিজা রাসেল বাড়ির উঠানে বসে ছিল। হঠাৎ তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি বর্ষণ ও দুটি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। রাসেল দ্রুত ঘরে ঢুকে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, ককটেল বিস্ফোরণের আলামত এবং দুটি গুলির খোসা পাওয়া গেছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।