সাতচল্লিশ বসন্তে কাজল

ভারতীয় অভিনেত্রী কাজলের জন্মদিন আজ। ১৯৭৪ সালের ৫ আগস্ট তিনি ভারতের মুম্বাইয়ের বাঙালি-মারাঠি মুখার্জী-সমর্থ পরিবারে জন্মগ্রহণ করেন অভিনেত্রীর। তার বাবা সমু মুখার্জী ছিলেন একজন পরিচালক ও প্রযোজক। মা তনুজা সমর্থ একজন অভিনেত্রী। তার ছোটবোন তানিশা মুখার্জীও একজন অভিনেত্রী। মাসী নূতনও পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার জেতা একজন প্রখ্যাত অভিনেত্রী। মোটকথা, তাদের পরিবারের সকলেই ভারতীয় চলচ্চিত্রের সঙ্গে জড়িত।

সুপারহিট নায়িকা কাজলের বলিউডে অভিষেক হয় ১৯৯২ সালে ‘বেখুদি’ ছবির মাধ্যমে। রোমান্টিক সে ছবিতে কাজলের মাও অভিনয় করেছিলেন। তবে তার প্রথম বাণিজ্যিক সফল চলচ্চিত্র হল থ্রিলারধর্মী ‘বাজীগর’।

২৫ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে কাজল অভিনীত ছবির সংখ্যা খুব একটা বেশি নয়। সেগুলোর মধ্যে, বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, গুপ্ত, ইশক, কুছ কুছ হোতা হ্যায়, পিয়ার কিয়া তো ডরনা কিয়া, কাভি খুশি কাভি গাম, ফানা, মাই নেম ইজ খান ও দিলওয়ালে অন্যতম।