সাদিপুর সীমান্ত থেকে দুই হাজার কেজি ভারতীয় চেরি ফল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের সাদিপুর সীমান্ত থেকে দুই হাজার কেজি ভারতীয় চেরি ফল উদ্ধার করেছে বিজিবি।

সোমবার সাদিপুর গ্রামের মাঠপাড়ায় অভিযান চালিয়ে এসব ফল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বেনাপোল বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, চেরি ফল পাচারের খবর পেয়ে ল্যান্স নায়ক রহমান, ছিদ্দিক ও সৈনিক নজরুল ফোর্স নিয়ে সাদিপুর গ্রামে অভিযান চালায়। এ সময় তারা দুই হাজার কেজি চেরি ফল উদ্ধার করে।

অপরদিকে, বিজিবির একই টহল দল ছোট আচঁড়া গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বাজি উদ্ধার করেছে। উদ্ধার করা চেরি ফল ও বাজির বর্তমানে মূল্য ৭ লাখ টাকা।