সানীর ঘটনায় বিব্রত বিসিবি

ক্রীড়া প্রতিবেদক : প্রথমে রুবেল হোসেন, পরবর্তীতে শাহাদাত হোসেন, এবার আরাফাত সানী। গত আড়াই বছরের মধ্যে এ তিনজন অনাকাঙ্খিত ঘটনায় জড়িয়েছেন। এর মধ্যে প্রথম দুজনকে কারাগারেও যেতে হয়েছে। আর সানী এখন রিমান্ডে।

জাতীয় দলে খেলা এ তিন ক্রিকেটারের মাঠের বাইরের কার্যকালাপে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন সোমবার সাংবাদিকদের বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানীর এমন ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিব্রত।’

তিনি আরো বলেন, ‘আদালতে দোষী প্রমাণিত হলে বোর্ড সানীর পাশে থাকবে না। বোর্ডের নিজস্ব একটি ইমেজ রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ইমেজ ধরে রাখবে।’

প্রসঙ্গত, নাসরিন সুলতানা নামের এক তরুণীর তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় রোববার পুলিশ আরাফাত সানীকে গ্রেপ্তার করে।

এদিকে আজ সোমবার সানী ও তার মা নার্গিস আক্তারের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন সানীর স্ত্রী দাবি করা ওই তরুণী। ঢাকার মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে এ মামলা করেন তিনি।

মামলায় তিনি আরাফাত সানীর বিরুদ্ধে ২০ লাখ টাকার যৌতুক দাবির অভিযোগ করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আরাফাত সানী ও তার মা নার্গিস আক্তারকে আগামী ৫ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে সমন জারি করেছেন।