সাপ এখন খাবারের সন্ধানে ঘরে ঢুকছে

নিউজ ডেস্ক : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বসতঘরে বিষধর গোখরা সাপের উপদ্রব বেড়েছে। ঝিনাইদহ জেলার শৈলকুপা, রাজশাহী, কুষ্টিয়া, মানিকগঞ্জসহ বেশকিছু জায়গায় বাড়িতে সাপের উপদ্রবের খবর পাওয়া গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম মনে করেন, খাবারের সন্ধানে এসব সাপ ঘরের ভেতর ঢুকে পড়ছে। এ ছাড়া অতিবর্ষণের কারণে তারা নিরাপদ স্থান হিসেবে বসতবাড়িতে আশ্রয় নিচ্ছে।

তিনি বলেন, ‘এরা মূলত খাবারের সন্ধানে ঘরে আসে। কারণ, আমাদের গ্রামাঞ্চলে প্রত্যেক ঘরেই মোটামুটি ইঁদুর থাকে। তারা ইঁদুর খেতে ঘরে আসে। বিশেষ করে, মাটির ঘরে। যেসব ঘরে ইঁদুরের গর্ত আছে এবং ধানের গোলা আছে সেখানে তাদের উপস্থিতি বেশি হওয়ার আশঙ্কা আছে। পাশাপাশি অতিবর্ষণের সমস্যা তো আছেই।’

প্রাণিবিজ্ঞানী অধ্যাপক ড. এম নিয়ামুল নাসের বলেন, ‘ঘরে সাপের উপস্থিতির অন্যতম কারণ হচ্ছে, এখন সাপের বাচ্চা দেওয়ার সময়। বৃষ্টির কারণে বাইরে থাকতে না পেরে তারা ঘরে আশ্রয় নিচ্ছে, ডিম পাড়ছে। এ জাতীয় সাপের সন্ধান পাওয়া গেলে, এগুলোকে যতটুকু সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। এরা কিন্তু আমাদের অনেক বড় সম্পদ। বিষয়টি মাথায় রাখতে হবে।’

প্রাণিবিজ্ঞানী অধ্যাপক ড. রেজা মো. শাহজাহান বলেন, ‘মূলত এখন সাপের বাচ্চা ফোটানোর সময়। এসব সাপ পানিতে থাকে না। ওরা ইঁদুর খেতে এসে ওই গর্তেই অবস্থান নেয়। ইদানিং অতিবৃষ্টির কারণে ওরা যেখানে লুকিয়ে ছিল সেখান থেকে বেরিয়ে আসছে। তারা ঘরে আশ্রয় নিচ্ছে। ফলে এদের উপদ্রব বাড়ছে।

গত ৭ জুলাই রাজশাহীর তানোর পৌরসভার ভদ্রখণ্ড মহল্লার কৃষক আক্কাস আলীর রান্না ঘরে মারা হয়েছে ১২৫টি গোখরা সাপ। সবগুলোই ছিল বাচ্চা সাপ। এ নিয়ে আতঙ্ক না কাটতেই কদিন পরে রাজশাহীর আরো দুটি বাড়িতে পাওয়া যায় ৩১টি গোখরা সাপ। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আরো বেড়েছে।

এরপর কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি বাড়ির রান্না ঘরে পাওয়া ২৭টি গোখরা সাপ মারা হয়।

সর্বশেষ গত মঙ্গলবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার শ্রীমুখ ধানকোড়া গ্রামে আফাজ উদ্দিন নামের এক কৃষকের বাড়িতে মেলে ১৯টি গোখরা সাপের বাচ্চা। সাপের বাচ্চাগুলো মারতে সমর্থ হলেও বড় গোখরা সাপটিকে মারতে না পারায় ওই পরিবারটি আতঙ্কিত হয়ে পড়েছে।