সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের মরদেহ নেত্রকোনায়

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের (৯২) মরদেহ নেত্রকোনায় পৌঁছেছে।

শনিবার (১৯ মার্চ) বিকেল ৩টার দিকে হেলিকপ্টারে করে সাহাবুদ্দীন আহমদের মরদেহ পেমই গ্রামে নিয়ে আসা হয়। এরপর এখানে প্রথম জানাজা শেষে আবারও মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হবে।

এর আগে সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার সাইফুর রহমান খুদে বার্তার মাধ্যমে গণমাধ্যমকে সাহাবুদ্দীন আহমদের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সিসিইউতে তাকে ভর্তি করা হয়।

সাহাবুদ্দীন আহমদের ছোট ছেলে সোহেল আহমদ জানান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ গ্রামের বাড়িতে শনিবার দুপুরে বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে ঢাকার গুলশানের বাসভবনে আনা হবে। রাতে সিএমইচের হিমঘরে মরদেহ রাখা হবে। এরপর রোববার (২০ মার্চ) সকাল ১০টায় সুপ্রিম কোর্টে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।