সাভারে ৩১১ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধিঃ সাভারের হেমায়েতপুর থেকে ৩১১ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মোক্তার হোসেন (৩২) টাঙ্গাইরের ঘাটাইল থানার দেলুয়াটিকি গ্রামের মৃত শামসুল হকের ছেলে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় দিনাজপুর থেকে রাজধানী ঢাকায় ফেনসিডিলের চালান আনা হচ্ছে- এমন খবর পায় পুলিশ। পরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালকের সিটের পিছনে বস্তায় লুকানো ৩১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে কাভার্ড ভ্যানের চালক ও মাদক ব্যবসায়ী মোক্তার হোসেনকে আটক করা হয়। তিনি আরও বলেন, মোক্তার হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি কাভার্ড ভ্যানের মধ্যে ফেনসিডিল লুকিয়ে তা দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে