সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা

করোনা পরিস্থিতির কারণে সীমিত আকারে রাজধানীসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে পবিত্র আশুরা। আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ বিভাগ।

দিবসটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়েছে। যদিও নভেল করোনাভাইরাসের কারণে এবার তাজিয়া মিছিল বন্ধ ঘোষণা করা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে ছিল না অনুমতি।

একটি ভিডিওতে দেখা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার ইমামবাড়া হোসেনি দালান থেকে একটি মিছিল বের হয়ে চকবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট ও জিগাতলা বাসস্ট্যান্ডের দিকে যায়।

এদিকে, দিবসটি উপলক্ষে আজ সরকারি ছুটি। জাতীয় দৈনিক পত্রিকাগুলো আজ বিশেষ প্রবন্ধ, নিবন্ধ প্রকাশ করেছে। এ ছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি রেডিও-টিভি চ্যানেলও এই দিনের তাৎপর্য নিয়ে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে।