সারা দেশে শুরু হয়েছে ‘উন্নয়ন মেলা ২০১৭

অর্থনৈতিক প্রতিবেদক : দেশবাসীকে সরকারের উন্নয়ন সম্পর্কে অবহিত করতে সারা দেশে শুরু হয়েছে ‘উন্নয়ন মেলা ২০১৭’।

এতে পুঁজিবাজার সম্পর্কে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষকে ধারণা দিতে সরকারের উন্নয়ন মেলায় অংশ নিচ্ছে পুঁজিবাজার তদারকি ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর মাধ্যমে সাধারণ মানুষ পুঁজিবাজার সম্পর্কে জানতে পারবে। সরকারের এ উন্নয়ন মেলায় ২৮টি জেলায় অংশ নিবে সংস্থাটি।

বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বলেন, ‘মূলত সরকারের উন্নয়নের অংশ হিসেবে আমরা এ মেলায় অংশ নিচ্ছি। পুঁজিবাজার সম্পর্কে মানুষের কাছে ধারণা পৌঁছানোই আমাদের লক্ষ্য। আমরা প্রথম পর্যায়ে ২৮ জেলাতে অংশ নিচ্ছি। যেসব জেলায় পুঁজিবাজারের সংশ্লিষ্টতা রয়েছে সেসব জেলাকে প্রাধান্য দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি আহমেদ রশিদ লালী, বিএমবিএ সভাপতি মো. সায়েদুর রহমান, অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আসাদুল ইসলাম রিপন ও উন্নয়ন মেলার সদস্য সচিব ও বিএসইসির উপপরিচালক জোবায়ের উদ্দিন ভূইয়া।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি আহমেদ রশিদ লালী বলেন, ‘দুই কারণে এই মেলায় অংশ নেওয়া হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পুঁজিবাজারকে তুলে ধরা এবং একইসঙ্গে এই বাজারের উন্নয়নে যে সংস্কার হয়েছে, তা মানুষকে জানানো।’

এ বিষয়ে বিএসইসির উপপরিচালক ও মেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ জোবায়ের উদ্দিন ভূঁইয়া বলেন, ‘এ ধরনের উন্নয়ন মেলায় বিএসইসি প্রথমবারের মতো অংশ নিচ্ছে। আমরা সাধারণ মানুষকে বুঝাতে চাই- পুঁজিবাজার কী, কীভাবে বিনিয়োগ করতে হয়, এখন এই বাজারের অবস্থা কী?’

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মাজেদুর রহমান বলেন, ‘আমাদের প্রচেষ্টার ফসল হিসেবে কী অর্জন করতে পেরেছি, সেটা সাধারণের কাছে পৌঁছানোই মেলার প্রধান উদ্দেশ্য। আমাদের পুঁজিবাজার মূলত ঢাকা এবং চট্টগ্রামকেন্দ্রীক। এই মেলার মাধ্যমে তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার সুযোগ এসেছে।’

আজ সোমবার বেলা ১১টা থেকে এই মেলা শুরু হয়েছে। উন্নয়ন মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। ঢাকা জেলায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এই মেলায় অংশ নিতে দর্শনার্থীদের কোনো টিকিট লাগবে না।

বিএসইসি অংশ নিচ্ছে যেসব জেলায় সেগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, কুমিল্লা, বগুড়া, ফরিদপুর, বরিশাল, পাবনা, নরসিংদী, নারায়ণগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, খুলনা, ফেনী, যশোর, জামালপুর, সিরাজগঞ্জ, গাজীপুর ও ব্রাক্ষণবাড়িয়া।

তিন দিনের এ মেলায় অংশগ্রহণের মাধ্যমে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা, বিনিয়োগে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাজার সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ থাকবে।