সালমান খানের জীবনী নিয়ে নির্মান হবে সিরিজ

প্রথমবারের মত বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিরিজ। জানা যায় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে এই সিরিজটি।

সিরিজটিতে তুলে ধরা হবে সালমানের জীবনের শুরু থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। যদিও সিরিজটির নাম কি হবে সেটি এখনো ঠিক হয়নি। তাছাড়া এর পরিচালকের নামও এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ভাইজানের জীবনী নিয়ে সিরিজ নির্মাণ হবে সে গুঞ্জনই ছড়িয়ে পড়েছে বলিপাড়ায়।

সালমান বলিউডে প্রথম অভিনয় করেন ১৯৮৮ সালে। জনপ্রিয় অভিনেত্রী রেখা অভিনীত ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় দেখা যায় তাকে।
তবে সালমান শীর্ষে উঠেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার মাধ্যমে। এ সিনেমা মুক্তির পর ব্যবসায়িক সফলতার পাশাপাশি নিজের অবস্থানটি ও শক্ত করেছেন বলিউড ভাইজান।

একটা সময় বিতর্ক আর সালমান খান ছিলেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। সড়ক দুর্ঘটনার মামলা, কৃষ্ণসার হরিণ হত্যার মামলা, ঐশ্বরিয়া-ক্যাটরিনার সঙ্গে প্রেম বিচ্ছেদ নিয়ে বিতর্ক, রাস্তায় যুবককে থাপ্পড় মারাসহ বিভিন্ন বিতর্কের মুখে পড়েছিলেন এ অভিনেতা। তবে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জেলে পর্যন্ত যেতে হয়েছিল সালমানকে।

জানা যায়, এ সকল ঘটনাও দেখা যাবে সিরিজটিতে। এছাড়া সালমানের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে তৈরি হবে চিত্রনাট্য। তাকে নিয়ে কথা বলবেন পরিচালক-প্রযোজকরাও।

জানা গেছে, সালমান বর্তমানে তুরস্কে আছেন। সেখানে ‘টাইগার ৩’ সিনেমার শুটিং করছেন তিনি। তার সঙ্গে আছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ ছাড়া মুক্তির অপেক্ষায় সালমান অভিনীত ‘অন্তিম’ সিনেমাটি। ভগ্নিপতি আয়ুষ শর্মার সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন সালমান খান।

অন্যদিকে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমায় বিশেষ চরিত্র হাজির হবে সালমান। এরই মধ্যে শেষ করেছেন এ সিনেমার কাজ। পাশাপাশি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার কাজও করেছেন বলিউডের এ ভাইজান। এসব ব্যস্ততার মাঝেই সিরিজের জন্য সময় বের করবেন তিনি।