সালিশের নামে গৃহবধূকে নির্যাতন; মামলা আটক দুই

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে সালিশের নামে গৃহবধূ ও যুবককে নির্যাতনের ঘটনায় অবশেষে মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে নির্যাতিত নারীর পিতা বাদি হয়ে ১৭ জনকে আসামি করে গাংনী থানায় মামলাটি দায়ের করেন।

ভিডিও ফুটেজ ও ছবি নির্যাতনের প্রমাণ হিসেবে সামনে নিয়ে আসা হয়েছে।

মামলা দায়েরের পর রাতেই করমদি গ্রামের মৃত চেতন মন্ডলের ছেলে তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল হামিদ (৫২) ও একই গ্রামের নিকাহ রেজিস্ট্রার (কাজী) রমজান আলীর ছেলে শিহাব উদ্দীনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘শনিবার দিনভর বিভিন্নভাবে বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। তদন্তে ঘটনার সত্যতা মেলে। গ্রাম্য মাতব্বর কিংবা জনপ্রতিনিধিদের এ ধরনের বিচার করার ক্ষমতা দেওয়া হয়নি। তা ছাড়া নির্যাতন করাতো অন্যায়।’

ভিডিও ফুটেজ ও ছবি নির্যাতনের বড় প্রমাণ উল্লেখ করে তিনি বলেন, ‘নির্যাতিতা গৃহবধূর পিতা বাদি হয়ে শনিবার রাতে সালিশের নামে নির্যাতনকারীদের ১৭ জনকে আসামি করে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশের তাৎক্ষণিক অভিযানে রাতেই আসামি দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইউপি সদস্য আব্দুল হামিদ সালিশে বিচারকদের একজন ছিলেন। অপরদিকে নিকাহ রেজিস্ট্রারের ছেলে সিহাব উদ্দীন গৃহবধূ এবং ওই যুবকের তালাকনামা সম্পন্ন করেছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছে। এ ছাড়া তাদের স্বীকারোক্তিতে অভিযুক্ত সালিশকারকদের বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তবে মামলার তদন্ত এবং আসামি গ্রেফতারের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের ৩/৪টি দল অভিযানে রয়েছে। প্রধান আসামিসহ অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এব্যাপারে পুলিশ প্রশাসনের পাশাপাশি মেহেরপুর জেলা প্রশাসন ও গাংনী উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনার ভিডিও ফুটেজ ও ছবি দেখেছি। এই নির্যাতন ও অবিচারের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহম্মেদকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে নারী নির্যাতনের বিষয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিবাদ শুরু হলে অভিযুক্তদের অনেকেই গা-ঢাকা দেন। সামাজিক বিচারের নামে নির্যাতন বন্ধ করতে আসামিদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। নির্যাতনের ঘটনায় সামাজিক মাধ্যম ফেসবুকেও প্রতিবাদের ঝড় উঠেছে। নির্যাতিতা গৃহবধূর পাশে দাঁড়িয়েছে মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গাংনী উপজেলার করমদি গ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই গ্রামের এক যুবকের পরকীয়া প্রেমের অভিযোগ এনে তাদের দু’জনের হাত একসঙ্গে রশি দিয়ে বেঁধে গ্রামের সড়কে ঘোরানো হয়। শারীরিক নির্যাতনেরও অভিযোগ ওঠে। ওই সালিশেই গৃহবধুকে যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। ওই যুবককে দেড় লাখ টাকা জরিমানা নির্ধারণ করে গৃহবধূকে আবার তালাক দেওয়া হয়। ইউপি চেয়ারম্যান, ৮নং ওয়ার্ড সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে সালিশের নামে অবিচারের অভিযোগ ওঠে। তাদের বেঁধে গ্রাম ঘোরানোর ভিডিও এবং ছবি বিভিন্নভাবে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।