সাহবুদ্দিন মেডিকেল হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব

rab

স্বাস্থ্য অধিদপ্তরে অভিযানের মধ্যে রাজধানীর আরেক হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অনুমতি না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে সাহবুদ্দিন মেডিকেল হাসপাতালে এ অভিযান চালানো হচ্ছে।

রাজধানীর গুলশানে ২ নম্বরে অবস্থিত এ হাসপাতালটিতে রোববার (১৯ জুলাই) বিকেলে অভিযান শুরু হয়েছে।

এদিকে এর আগে রোববার দুপুরের পরপরই স্বাস্থ্য অধিদপ্তরে অভিযান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে, রিজেন্ট হাসপাতালের প্রতারণার বিভিন্ন বিষয় গণমাধ্যমে প্রকাশিত হলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশেই অধিদফতর রিজেন্টের সঙ্গে চুক্তি করে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়।

এদিকে দুদকের টিমটি আসার কথা ছিল, সেটি স্বাস্থ্য অধিদফতরে আসলে গণমাধ্যমকর্মীদের ভিতরে প্রবেশ করতে নিষেধ করে দেন। এর আগে স্বাস্থ্য অধিদফতরে গণমাধ্যমকর্মীদের ঢুকতে দিলেও ঢুকতে দেওয়া হচ্ছে না।

স্বাস্থ্য অধিদফতরের পিআরও সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ভিতরে ঢোকার বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি। তবে ডিজি অফিসে দুদকের টিম আসার পর থেকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা উঠেলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়।