সাহরিতে রাখুন মজাদার ‘দই চিংড়ি’

স্বাদের বেলাতে ভিন্ন কিছু সকলের কাছেই ভালো লাগে। তাই আজ আপনাদের জন্য চিংড়ির নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন
জেনে নেয়া যাক চিংড়ির অত্যন্ত সুস্বাদু একটি পদ ‘দই চিংড়ি’।

উপকরণ :
টক দই- ১ কাপ
মাঝারি সাইজের চিংড়ি- ৫০০ গ্রাম
পেঁয়াজ কিউব করে কাটা- ১ কাপ
আস্ত কাঁচামরিচ- ৫-৬টি
রসুন বাটা- ১ চা চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদ মত
তেল- পরিমাণ মতো

প্রস্তুত প্রণালি :
প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে কিউব করা পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিয়ে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর টক দই এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।