একটি মানবিক আবেদন

সাহায্যের হাত বাড়িয়ে দিন

আহারের ফেরিওয়ালাঃ সারা বিশ্ববাসী আজ এক কঠিন সময় অতিক্রম করছে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়, ক্ষুধা আর দারিদ্রায় যেন দিন দিন মানুষের প্রাণ কেড়ে নেবার মত অবস্থা সৃষ্টি হয়েছে। তাই এই পরিস্থিতি মোকাবেলায় আমরা বন্ধুরা মিলে গঠন করি “আহারের ফেরিওয়ালা” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আমরা ইতিমধ্যে ১ম পর্যায়ে ১৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ, পেয়াজ, সাবান, ঔষধ উপহার হিসেবে দিয়েছে আপনাদের সহযোগিতায়।

আমরা ২য় পর্যায়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০৫টি পরিবারের মাঝে ছোলা, আলু, ডাল, মুড়ি উপহার হিসেবে দিতে পেরেছি আপনাদের সাহায্যের জন্যই।

এবার আমরা ৩য় পর্যায়ে আরো ১০০টি পরিবারের মাঝে আসন্ন ‘ঈদুল ফিতর‘ উপলক্ষে কিছু উপহার দিতে চাই যদি আপনারা পাশে থাকেন তাহলে অবশ্যই তা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।

আপনাদের সহযোগিতা আমাদের শক্তি যোগায়, আপনারা আহার দিন আমরা তা ফেরিওয়ালা হয়ে পৌঁছে সঠিক হাতে।

“আহারের ফেরিওয়ালা” উদ্দেশ্য এক মুঠো আহার, আপনার হাতের মুঠোয় যা আসে দান করুণ পাশে থাকুন। খাবারের যা কিছু দান করতে চান।

অনুদান পাঠানোর ঠিকানা

বিকাশ/ রকেট/ নগদ
মুহাম্মদ আল-আমিন হোসেন
মোবাইলঃ ০১৯৮৯-০৯৮৫৩০

বিকাশ

মুহাম্মদ রেজাউর রহমান
মোবাইলঃ

অফিসঃ ১৬৯, কোটবাড়ী, ৩য় তলা, আব্দুল্লাহপুর, উত্তরা, ঢাকা-১২৩০, বাংলাদেশ